Dutch Bangla Bank lunched Cyber Security Awareness month 2024
|Dutch Bangla Bank lunched Cyber Security Awareness month 2024 for its valued customer, other stakeholders and employees by it’s Managing Director & CEO on October 14, 2024. The purpose of this event is to help everyone to protect themselves online as technology and digital threats evolve and empower individuals to protect them from cyber risk. This month reminds that there are simple, effective ways to keep as safe online, protect non-shareable sensitive PIN, Password or OTP etc. which Bank never asks.
ডাচ বাংলা ব্যাংক তার সম্মানিত গ্রাহক, অন্যান্য স্টেকহোল্ডার এবং কর্মীদের জন্য অক্টোবর ১৪, ২০২৪ তারিখে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৪ এর শুভ উদ্বোধন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য হল প্রযুক্তি এবং ডিজিটাল হুমকির বিকাশ এবং সাইবার ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করার কথা মনে করিয়ে দেওয়া। এই মাসটি সবাইকে মনে করিয়ে দেয় যে অনলাইনে নিরাপদ থাকার সহজ ও কার্যকর উপায় রয়েছে। যেমনঃ সংবেদনশীল পিন, পাসওয়ার্ড বা ওটিপি কখনও কারো সাথে শেয়ার করা যায় না এবং ব্যাংক কখনই এই সব তথ্য জানতে চায় না।